বিশেষ বিজ্ঞপ্তিতেলের দাম বৃদ্ধির কারনে, বাস ভাড়া বৃদ্ধি পেতে পারে। যদি ভাড়া বৃদ্ধি পায়, তাহলে বর্ধিত ভাড়া প্রদানের জন্য অনুরোধ করা হলো।
সম্মানিত যাত্রীবৃন্দের অবগতির জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে যে, ই-টিকিট ক্রয় করার সময় যাত্রীর ব্যবহৃত ফোন নম্বর ব্যবহার করুন । ফরোয়ার্ড এসএমএস গ্রহণযোগ্য হইবে না এবং আপনার টিকিট বাতিল বলিয়া গণ্য হইবে । সুন্দর ও পরিচ্ছন্ন সেবা প্রদানের জন্য আপনাদের সার্বিক সহায়তা প্রত্যাশিত । এসএমএস এ প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দিয়ে টিকিট ক্রয় করিবেন না । কেউ এ সংক্রান্ত বিষয়ের অবতারণা করিলে টিকিট বিক্রেতা ও ক্রেতা সকলের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে । আপনাদের সকলের যাত্রা নিরাপদ ও শুভ হোক ।
ধন্যবাদান্তে,বাসবিডি ডটকম ডট বিডি
নিউ হিমাচল ট্রাভেলস সম্পর্কে যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন - ০১৮৪৭৩২৩৭০৭ (হেড কাউন্টার) এই নাম্বারে।
Tickets of International Routes arecancel, refund and reschedule.